background

শুনতে কি পাও!

  • G
  • ২০২৩
  • ১ ঘণ্টা ২৯ মিনিট

ভদ্রা নদীর পাড়ে সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম... নাম তার ‘সুতারখালী’। জলে–জঙ্গলে লড়াই করে চার পুরুষের আবাদে প্রায় ১০০ পরিবারের বাস এই সুতারখালী গ্রামে। এখানেই ঘর বেঁধেছিল রাখী আর সৌমেন, জন্ম হয়েছিল তাঁদের ভালোবাসার সন্তান... রাহুলের। ২০০৯ সালের ২৫ মে, রাহুলের বয়স যখন মাত্র চার... ‘আইলা’ নামের এক প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। আর সেই দিন থেকে শুরু হয় রাখী, সৌমেন এবং রাহুলের এক অন্য জীবন... দিন যায়, ঋতু বদলায়... সেইসঙ্গে সম্পর্কও বদলায়। তারপরও বৃষ্টি শেষে, কোদাল হাতে বেরিয়ে আসেন তাঁরা... জীবনেরই ডাকে, জীবনকে ভালোবেসে। ‘শুনতে কি পাও!’