background

নিগ্রহকাল

  • G
  • ২০২২
  • ১ ঘণ্টা ১৬ মিনিট

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশেরই সংকট এমন নয়, আন্তর্জাতিক ভাবেই এ মূহুর্তে চলমান বৈশ্বিক সংকটগুলোর মধ্যে অন্যতম। মিয়ানমার রাখাইন রাজ্য থেকে নিগৃহিত ও বলপূর্বক বিতারিত ১১ লক্ষাধিক রোহিঙ্গা এখন আশ্রিত আছে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মাত্র ৪০ কিলোমিটার দূরেই পৃথিবীর সর্ববৃহৎ শরনার্থী শিবির। রোহিঙ্গা সংকটের পূর্বাপর সার্বিক প্রেক্ষাপট নিয়ে তথ্য ও গবেষনা নির্ভর পূর্ণদৈর্ঘ্য প্রামান্য চলচ্চিত্র নিগ্রহকাল। এই চলচ্চিত্রে আন্তরিক চেষ্টা রয়েছে রোহিঙ্গা সংকটের সবগুলো দিকে আলো ফেলবার। সংকটের ইতিহাস, কার্যকারণ এবং সমাধানের সূত্রগুলো দেশের এবং আন্তর্জাতিক ব্যাক্তিত্বদের বক্তব্যসহ বিশ্লেষণ করে দেখার। ভবিষ্যতের জন্যে যা হয়তো ইতিহাসের একটি গূরুত্বপূর্ন দলিল হয়ে থাকবার ক্ষমতা রাখে। *উল্লেখ্য, চলচ্চিত্রটি এশিয়ান মুভি পালসের বিবেচনায় ২০২০ সালের সেরা প্রামাণ্যচলচ্চিত্র গুলোর একটি হিসেবে নির্বাচিত হয়।